"গুয়াহাটি: চিন আমাদের থেকে দু বছর পরে স্বাধীন হয়েছিল৷ আজ পরিস্থিতি এমন যে, আমরা চিনকে ভয় পাই৷ এমনই বিতর্কিত মন্তব্য করলেন অসমের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত৷ সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে এই খবর৷ রাজ্যপালের এমন মন্তব্যের জেরে আলোড়ন ছড়িয়েছে৷ অস্বস্তিতে পড়েছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল৷ গত বিধানসভা নির্বাচনে অসমে বিপুল জয় পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি৷ সীমান্ত পেরিয়ে সিকিমের অন্তর্গত জমিতে চিনা সেনার প্রবেশ ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয়েছে৷ সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে, সিকিমের মাটিতে ঢুকে পড়া চিনের সেনাদের আটকে দিচ্ছেন ভারতীয় জওয়ানরা৷ এরপরেই চিন পাল্টা দাবি করে, সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনা তাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে৷ শুধু ভারতীয় ভূখণ্ডে প্রবেশ নয়, প্রতিবেশী রাষ্ট্র ভুটানের ডোকলাম এলাকায় চিনের সেনা ঢুকে পড়া নিয়েও বিতর্ক দানা বেধেছে৷" - ‘চিনকে আমরা ভয় পাই’ বললেন রাজ্যপাল
No comments:
Post a Comment