USDT

Premier karane khun

স্টাফ রিপোর্টার, কলকাতা: সুভাষ সরোবরে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়৷ বৃহস্পতিবার দুপুরে সুভাষ সরোবরে একটি বেঞ্চের পাশে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সেখানকার নিরাপত্তারক্ষীরা৷ খবর দেন ফুলবাগান থানায়৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷
শুক্রবার ময়নাতদন্তের পরে পুলিশ জানতে পারে আশিস সর্দারকে (৩০) পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে৷ এই ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ৷ প্রেমঘটিত কারণে এই খুন বলে মনে করছে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকার পাগলাডাঙার বাসিন্দা আশিসকে তাঁর কয়েকজন বন্ধু খেলতে যাওয়ার নাম করে ডাকে৷ তারপর আর বাড়ি ঢোকেননি তিনি৷ পরে পরিবারের লোকেদের খবর দেয় ফুলবাগান পুলিশ৷ মৃতদেহ উদ্ধার হওয়ার সময় ঘাড়ের কাছে আঘাতের চিহ্ন থাকলেও সেটি গুলির দাগ বলে প্রাথমিকভাবে বোঝা যায়নি৷ কিন্তু এদিন ময়নাতদন্তকারী চিকিৎসকেরা পুলিশকে জানান, আশিসকে গুলি করে খুন করা হয়েছে এবং গুলিটি ঘাড়ের কাছে স্পাইনাল কর্ডে আটকে রয়েছে৷
এই ঘটনায় আশিসের পরিবারের লোকেরা তাঁর তিন বন্ধুর নাম জানিয়েছেন৷ তাদের খোঁজ শুরু করেছে পুলিশ৷ প্রেমঘটিত কারণে তাঁকে খুন করা হয়েছে বলে পুলিশ মনে করছে৷


No comments:

Labels

EARN MONEY (57) news (14) refer and earn (11) image (8) PROJECT (5) MP3 Player (3) Shayeri (3) amazing video (3) personal (3) travel (3) CRYPTO (2) Scan (2) earn (2) Airtel (1) DJ SONGS (1) JIO (1) PAYTM (1) TEZ (1) USDT (1) Zeta (1) article (1) bybit (1)

@templatesyard